• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

বিমানের সব ফ্লাইট স্থগিত ১৪ এপ্রিল পর্যন্ত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

 


করোনা ভাইরাস রোধে ১৪ এপ্রিল পর্যন্ত সব রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
রোববার (৫ এপ্রিল) ফ্লাইট স্থগিতের এই সময়সীমা বাড়ানো হয়। 

তবে এ সময়ে আগে থেকে টিকিট কনফার্ম করা  যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়েও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি বিমান। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন  এ তথ্য জানিয়ে বলেন, বেবিচকের ফ্লাইট পরিচালনা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বিমানও ফ্লাইট ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। পরিস্থিতিসাপেক্ষে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। 

তিনি বলেন, বিমানের যাত্রী যে যেখান থেকে টিকিট কিনেছেন, সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন। যারা বিদেশ থেকে টিকিট কেটে বাংলাদেশে এসেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া আন্তর্জাতিক রুটে লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট, ও দুবাই গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।