• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিরাট কোহলির সাথে অনূর্ধ্ব-১৯ থেকেই আমার দ্বন্দ্ব: রুবেল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ মে ২০২০  

 


ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু ভদ্রলোকের এই খেলাতেও অনেক সময় অভদ্রতা খুঁজে পাওয়া যায় না। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় স্লেজিং। আর এ স্লেজিংয়ের জন্য মাঠের মধ্যেই ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব বেশি লাগে। বিশেষ করে পেস বোলার আর ব্যাটসম্যানদের মধ্যে এটা বেশি দেখা যায়। এমন ঘটনা ঘটেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সঙ্গেও। 

গতকাল শুক্রবার রাতে দুই সতীর্থ তামিম ইকবাল ও তাসকিন আহমেদের সাথে ফেসবুক লাইভে আলাপকালে এ বিষয়ে মুখ খুলেন রুবেল। জানান, অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময়কার তাদের দুজনের দ্বন্দ্বের কাহিনী।

রুবেল বলেন, ‘বিরাট কোহলির সাথে অনূর্ধ্ব-১৯ থেকেই আমার দ্বন্দ্ব। ও কিন্তু আমার সাথে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছে। তখন থেকেই ওর সাথে যেন একটু দ্বন্দ্ব লেগে আছে- এমন একটা জিনিস আরকি।’

তিনি বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলে ও অনেক বেশি স্লেজিং করত। জাতীয় দলে এসে হয়ত একটু কমেছে, কিন্তু তখন প্রচুর স্লেজিং করত। দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে  প্রচণ্ড স্লেজিং করছিল। আমাদের যে ব্যাটসম্যানই নামছিল তাকেই উলটাপাল্টাভাবে গালিগালাজ করছিল। কীভাবে গালিগালাজ করছিল আমরা সবাই-ই জানি আরকি।'

এই পেসার আরো বলেন, 'ওই সময় ওর সাথে খারাপ ব্যাপার হয়ে যায়। ওকে আউট করার পর গালিগালাজ করি। ও ব্যাট উল্টো করে আমার দিকে এসে গালি দেয়। আমিও ওর দিকে যাচ্ছিলাম, সেও আমার দিকে আসছিল। এরপর আম্পায়াররা এসে ব্যাপারটা স্বাভাবিক করে। ওই সময় থেকেই ওর সাথে আমার দ্বন্দ্ব।' 

অবশ্য তারপর থেকে আন্তর্জাতিক ম্যাচেও তাদের দ্বন্দ্ব দেখা গেছে। এ প্রসঙ্গে রুবেল হোসেন বলেন, 'জাতীয় দলে তো দেখেছেন, বিশ্বকাপেও এমন হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়দের সাথে কেমন স্লেজিং করে দেখেছেন তো। জাতীয় দলেও ওর সাথে দ্বন্দ্ব বেঁধেছে। শুরুটা হচ্ছে অনূর্ধ্ব-১৯ থেকেই।’