• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৬ লাখ, মৃত ৫ লাখ ১৪ হাজার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছেই। প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ২২২ জন। মৃতের সংখা বেড়ে হয়েছে ৫ লাখ ১৪ হাজার ২২ জন। বুধবার (১ জুলাই) বেলা ১২টায় করোনা মহামারির আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এ

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ২৭ হাজার ৩২২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ২৬ লাখ ২৯ হাজার ৩৭২ জন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২ হাজার ৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৯ হাজার ৫৯৪ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ হাজার ৮১৫ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ১৬০ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৬ লাখ ৪৬ হাজার ৯২৯ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ৯ হাজার ৩০৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জন, যাদের মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৮৯৩ জন।

মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৫৭৮ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৮৪৬ জন ও আক্রান্ত ২ লাখ ২ হাজার ৬৩ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।