• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বীরাঙ্গনাদের গেজেটভুক্তির জন্য আবেদন চেয়েছে মন্ত্রণালয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী  ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসসহ অন্যান্য সহযোগী কর্তৃক শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত নারী বীর মুক্তিযোদ্ধাদের (বীরাঙ্গনা) গেজেটভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারের  নিকট আবেদন  জমা দিতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি/যুদ্ধকালীন কমান্ডার এর প্রতিবেদন/স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন, যদি থাকে) জমা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসাররা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির মতামতসহ তা সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন। 

এছাড়া অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, গবেষক, নারী সংগঠন বা এনজিও’র নিকট  নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা)  সম্পর্কে তথ্য থাকলে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দিয়ে গেজেটভুক্তির  কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।