• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বুটেক্সের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১ম বর্ষের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে প্রশাসন।

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন- মারজিয়া হোসেন জামিলা, মেধাস্থান- ৩৫০; মোসাম্মত রোকেয়া করিম স্মৃতি, মেধাস্থান-৭১৭; আদনান আন অমি, মেধাস্থান-৯১৯; অনিন্দিতা সাহা রিয়া, মেধাস্থান-৯৪০; মো. সাজ্জাদ হোসেন, মেধাস্থান-৭৭২; মুবতাসিম রুবায়েত, মেধাস্থান-৮৯; মো. ইমতিয়াজ কবির, মেধাস্থান-৫৭২; অনামিকা তাসনিম, মেধাস্থান-৯৯২ এবং মোঃ সাইমন সাকিব, মেধাস্থান-৬৮৭।

এই শিক্ষার্থীদের মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন ও মেইনটেন্যান্স বিভাগের ১ জন এবং ডাইস ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ জন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি এবং এইচএসসির মূল সনদপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে গত ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত এক সভায় তাদের ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এ সকল শিক্ষার্থী গত বছরের ১৭ ডিসেম্বরে অনুষ্ঠিত ১ম পর্যায়ের ভর্তির দিন মূল সনদপত্র জমা দিতে পারেনি। তবে পরবর্তীতে মূল সনদপত্র জমা দেয়ার শর্তে তাদের ভর্তি করানো হয়।