• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বেসরকারি শিক্ষকদের মার্চের বেতন প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

 


বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে শিক্ষকরা বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

রোববার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড় দেয়া হয়েছে। আটটি চেকের মাধ্যমে অনুদান বণ্টনকারী ব্যাংকে এসব চেক পাঠানো হয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংক থেকে উত্তোলন করতে বলা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানরা http://emis.gov.bd/ ওয়েবসাইট থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের এমপিও সিট ডাউনলোড করে নিতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বেসরকারি শিক্ষকদের এখন পর্যন্ত বৈশাখী ভাতা দেয়া হয়নি বলে জানা গেছে।

এর আগে গত ২৫ মার্চ মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়। মাদরাসা শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। কারিগরি শিক্ষক-কর্মচারীদের চেকও ছাড় হয়েছে ২৫ মার্চ।