• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি :

“জেনে,বুঝে বিদেশ যাই-অর্থ সম্মান দুটোই পাই” এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষ করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্বাবধানে জনসচেতনতা মূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কর্মস্ংস্থান ও জনশক্তি বরিশাল শাখার সহকারী পরিচালক মো.শাহবুদ্দিন, পিরোজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মাহমূদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মো.আলী হাসান, মঠবাড়িয়া থানার ওসি, মো.মাসুদুজ্জামান, ডাঃ সিরাজুল হক, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।

এ সেমিনারে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা অংশগ্রহন করেন।