• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

বৈরুতে বিস্ফোরণ: বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন চালু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেখানে হেল্পলাইন চালু করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। হেল্পলাইনে বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে অনুরোধ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, মঙ্গলবার আনুমানিক বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে শক্তিশালী দুটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে দুজন বাংলাদেশির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যদি আরো কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায় তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৬১-৮১ ৭৪৪ ২০৭ তে জানানোর জন্য অনুরোধ করা হলো।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।