• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভাগ্য পরিবর্তন নিশ্চিত করতে জনগণকে অধিকার সচেতন হতে হবে - মঞ্জু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হবে, ততদিন তাদের ভাগ্যের উন্নয়ন হবে না। সরকার যে উন্নয়ন বরাদ্দ দেয় তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাই মুখ্য। এ ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ দিতে পারে, কিন্তু তার বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় জনগণের।

গতকাল সোমবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমি এই উপজেলায় ৭-৮ বছর ধরে আসা-যাওয়া করি এবং পর পর দু’বার সংসদে এ এলাকার প্রতিনিধিত্ব করছি। এই সময়কালে মানুষের মধ্যে রাজনীতির কথা না বলে তাদের শক্তি সঞ্চয় করতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। বাস্তবে সরকারি বরাদ্দের ৭০ শতাংশ কাজও সম্পন্ন হয় না। ৪০ শতাংশ কাজ সম্পাদন করাই দুরূহ। জনগণ সচেতন, সক্ষম ও শক্তিশালী না হলে উন্নয়ন কাজ আদায় করা কঠিন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিগত ৩৪ বছর ধরে সংসদে থেকে এবং ১৭ বছর সরকারে থেকে আমি বলার চেষ্টা করেছি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার আগে এবং পরের রাজনীতির পার্থক্য অনুধাবন করা না গেলে স্বাধীনতার সুফল লাভ করা যাবে না। বর্তমান সরকার কাজের সরকার। এ সুযোগকে সদ্ব্যবহার করে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের আরো বেশি উদ্যোগী হতে হবে। ইন্দুরকানীর নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেপি নেতা শাহীন হাওলাদার, জেপি নেতা ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, জেপি নেতা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার প্রমুখ।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার বিকালে কচানদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ইন্দুরকানী, ভাণ্ডারিয়া ও সদর উপজেলায় বাস্তবায়নাধীন ২৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের অগ্রগতির কাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ, ভাণ্ডারিয়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ।

এছাড়া আনোয়ার হোসেন মঞ্জু এমপি ইন্দুরকানী উপজেলায় বিভিন্ন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসব নির্মাণ কাজ হচ্ছে পত্তাশী ইউনিয়নের ঘোষের হাট গোডাউন হতে দক্ষিণ কালাইয়া কেয়ার রোড ভায়া দক্ষিণ ইন্দুরকানী গার্লস হাইস্কুল সড়ক, বালিপাড়া ইউপি হতে চর বলেশ্বর হাট ভায়া ফকিরহাট সড়ক, বালিপাড়া ইউনিয়নের চন্ডীপুর বাঁশগাড়ি খাল পুনর্খনন কাজ এবং বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পত্তাশী পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ। এসব নির্মাণ কাজের উদ্বোধন শেষে আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এসব কর্মসূচিতে আরো অংশ নেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মো. মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি প্রমুখ।