• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় অনুদান পেল ৪২টি মন্দির

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

ভান্ডারিয়া  প্রতিনিধি
ভান্ডারিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও সাবেক মন্ত্রী ,জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এর প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এবং পিরোজপুর জেলা পরিষদের এর উদ্যোগে উপজেলার ৪২টি মন্দিরে প্রতিবছরের ন্যায় এবছরও অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার  মো. নাজমুল আলম, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান  মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমূখ।
পরে উপজেলার ৪২টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে অনুদান নগদ অর্থ বিতরণ করা হয়। বিরতণ কালে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী মিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, দুঃস্থ্য কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ফিরোজ, প্রশাসনি কর্মকর্তা কাজী আতাহার হোসেন ।