• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও বসত বাড়ি মেরামত করার জন্য ঢেউটিন বিতরণ করেছে পিরোজপুর-২ (ভান্ডারিয়া,কাউখালী ও ইন্দুরকানী) সংসদ আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল শনিবার বিকাল ৪টায় সংসদ সদস্য তার ভান্ডারিয়াস্থ বাসভবনে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৯২ টি পরিবারকে গৃহ নির্মাণ ও পুনঃ নির্মাণের জন্য বিনামূল্যে ঢেউটিন বিতরণ করে এবং প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে নগদ ৩,০০০ টাকা প্রদান করে।

সংসদীয় আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু তার ঐচ্ছিক তহবিল থেকে ২ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক ৬৫ জন দুস্থঃ অসহায়  পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে বিতরণ করে। পরে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের  ৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।

এসময় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বর্তমান সরকার সব সময় জনগনের পাশে থেকে সেবা দিচ্ছে, কোন মানুষ গৃহহীন থাকবেনা এ কারনে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বতর্মানে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থসহ শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সাহায্যে সহযোগিতা করে আসছে মানুষের জন্য। বৈশ্বিক করোনা মোকাবেলায় ও সকরকার বিভিন্ন পদক্ষেপের কারণে আজ  দেশের মানুষ অন্য দেশের চেয়ে ভাল অবস্থায় আছে। তাই  সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও তার দীর্ঘাযু কামানা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এসময় তার বাসভবনে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৈহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ আওলাদ হোসেন, অফিসার ইন চার্জ এস.এম. মাকসুদুর রহমানপ্রমুখ।