• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় আমন ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক বাছাই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

 

 বুহস্পতিবার বিকেলে চলতি আমন মৌসুমে ২০১৯-২০ এর ভান্ডারিয়া উপজেলায় ৭৬৩মে.টন ধান সংগ্রহের জন্য উপজেলা  কৃষি অফিস থেকে ১হাজার ২৪জন কৃষককে নামের তালিকা পেলে চাহিদার  তুলনায় ৭টি ইউনিয়নে ৭৬৩জন কৃষকে র মাধ্যমে ধান সংগ্রহ করা হবে  কিন্তু  সেখানে ১হাজার ২৪জন  কৃষক আবেদন  করায় লটারীর মাধ্যে ৭৬৩জন কৃষক নির্বাচন করা হয়। উপজেলা অডিটরিয়ামে লটারী পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ  নাজমুল আলম, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস.এম. মোহেব্বুল্ল্যাহ, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবা কবির রুবেল।  প্রতি কৃষক কার্ডের বিপরিতে  সর্বনিম্ন ১২০থেকে সর্বোচ্চ ১ হাজার কেজি ধান প্রতি কৃষক বিক্রয় করতে  পারবেন। লক্ষ্যমাত্রা পূরণ না হলে  অপেক্ষামান তালিকা থেকে অবশিষ্ট ধান সংগ্রহ করা যাবে।   উপজেলার ৭টি ইউনিয়নে আবাদি  জমির পরিমান ১০হাজার ২শতহেক্টর,  বরাদ্দকৃত ধানের পরিমান ৭৩মে.টন।