• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প উদ্ধোধন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে উপজেলা অডিটরিয়ামে হেলথ ক্যাম্প উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী  অফিসার মোঃ নাজমুল আলম,  উপজেলা মহিলা  বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ এইচ.এম. ফারহাদ উপজেলা ভাইস চেয়ারম্যান  মসিউর রহমান মৃধা, ভান্ডারিয়া  প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন  বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তিন  চতুর্থাংশ নারী ও শিশু । তাই তাদের উন্নয়ন বাংলাদেশের  উন্নয়নে পূর্বে নারী ও শিশুর সার্বিক উন্নয়ন ও দারিদ্র নিরসনের জন্য বর্তমান সরকার মহিলা  ও শিশু মন্ত্রণালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ   প্রকল্পের ও কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির  অংশ হিসেবে  উপজেলার ৪শত কর্মজীবী মাদের শারীরিক, মানষিক ও আর্থ- সামাজিক  ভাবে স্বাবলম্বি করে গড়ে তুলতে  সহায়তা করবে।