• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ডেঙ্গু রোগী সনাক্তে ফ্রি মেডিকেল ক্যাম্প

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’ ও ‘ব্লাড ডোর্নাস ক্লাব’ এর সহযোগিতায় ভান্ডারিয়ায় দিনব্যাপী ডেঙ্গু রোগী সনাক্তে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। আজ  বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এ ক্যাম্পে ২ শতাধিক রোগীর রক্তসহ যাবতীয় পরীক্ষা করা হয়। এসময় মোট ২০জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয় এর মধ্য থেকে ৬ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর ১৬ রোগী চিকিৎসা নেয়ার জন্য স্বেচ্ছায় অন্যত্র চলে যান। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম ও মেডিকেল অফিসার  ডা. মিঠুন সূত্রধর মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। সকালে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময়  উপজেলা  নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার উপস্থিত ছিলেন ।