• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় দিনব্যাপী মৎস্য চাষীদের প্রশিক্ষণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  


ভান্ডারিয়া উপজেলা মৎস্য  অফিসের উদ্যেগে দক্ষিণ ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভকক্ষে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি  প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায়  উপজেলার ধাওয়া ইউনিয়ানে ৬০জন সিআইজি ও নন-সিআইজি মৎস্য সমিতির  সদস্য  নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। এতে  অংশনেয় ক্ষেত্র  সহকারী, লিফ, সিআইজি  ওনন- সিআইজি মৎস্য চাষি ও স্থানীয়  প্রতিনিধিবৃন্দ অংশনেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেন সরকার বেকার যুব ও যুবতীদের প্রশিক্ষণের মাধ্যে মাছ চাষ করলে  চাষীরা লাভবান হয়। কিন্তু সঠিক ভাবে পরির্চচা না করলে মাছ চাষে সফলতা অর্জন করা যায় না। এই লক্ষে দুটি সমিতির অন্তুর ভুক্ত সদস্য প্রশিক্ষণের মাধ্যমে  মাছ চাষে উদ্ধুধ করে  মাছ  চাষ করলে এলাকার মাছে চাহিদা মিটিয়ে বিভিন্ন মার্কেটে মাছ চালান করে লাভবান হওয়া যাবে এবং বেকার সমস্যা সমাধান করা যাবে।