• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূটি অনুষ্ঠিত হয়।  দুর্নীতি দমন কমিশন (দুদুক) ও স্থানীয় সততা সংঘের আয়োজনে দুর্নীতি বিরোধি এ কর্মসূচি  আজ শনিবার শহরের মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার জোমাদ্দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুক উজ্জামানের সভাপতিত্বে দুর্নীতি বিরোধি সভায় বক্তব্য দেন, উপজেলা দুদক সভাপতি মো. আব্দুর রশীদ মাস্টার, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন বাবু ও দুদক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন প্রমূখ।
শেষে দুর্নীতি প্রতিরোধে দেশপ্রেমই একমাত্র পথ এ বিষয় বস্তুও ওপর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  শেষে স্থানীয় সততা সংঘের সদস্যরা দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।