• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলের জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

ভান্ডারিয়া  প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে  কঁচা নদী থেকে আজ রোববার সন্ধ্যায় ভান্ডারিয়া  থানা পুলিশ  ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযানে ৩ জেলেকে ট্রলার সহ আটক করা হয়।  আটককৃত জেলে হচ্ছে হরিনপালা গ্রামের আঃ হাই হাওলাদার ছেলে  রুবেল হাওলাদার (৩৫), রুবেল হাওলাদারের ছেলে ইউছুব হাওলাদার (১৭) আঃ রব হাওলাদারের ছেলে স্বাধীন হাওলাদার (১৯)কে পুলিশ আটক করে  পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে  মৎস্য সুরক্ষা আইনে তাদেরকে  প্রত্যকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং অবৈধ আটককৃত  ২০০ মিটার কারেন্ট  জাল পুড়ে ফেলা হয়  এবং ট্রলারটি আটক করে থানা  হেফাজতে রাখা হয়।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম। মৎস্য অভিযানে নেতৃত্বেদেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা তার সাথে ভান্ডারিয়া থানার  উপ-পরিদর্শক নুর আমনি ও সহকারী উপ পরিদর্শক  মাসুদ হাসানসহ পুলিশের একটি টীম কাজ করে ।