• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় ৫ হাজার টাকা জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

পিরোজপুর  প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম । ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহর বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় পেঁয়াজ ব্যবসায়ী জালাল পোদ্দার ও সেলিম জোমাদ্দারকে ২ হাজার করে ও উত্তম সাহাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ৩০ টাকার পেঁয়াজের কেজি ১০০ টাকায় বিক্রি করছিলেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম বলেন, বর্তমানে অস্থির পেঁয়াজের বাজার। অতিরিক্ত লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই এ পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।