• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় পৌরসভায় ৩৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষণা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  


 পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।  রোববার দুপুরে পৌরসভা মিলনায়তনে ২০১৯-’২০ অর্থবছরের জন্য ৩৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৬৩০ টাকার বাজের ঘোষণা করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার  টাকা ব্যয় এবং ২ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৬৩০ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৩ কোটি ৯০ লাখ ১৬ হাজার এবং বাকী অর্থ পৌর কর এবং টোল থেকে আয় হবে বলে জানানো হয়। বাজেট পেশ করেন ভান্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম । পৌর প্রশাসক মো. নাজমুল আলম এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মো. আনোয়র হোসেন, সহকারী প্রকৌশলী মো. নুরুল আলম, কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জালাল উদ্দিন সিকদার, মো. জামাল উদ্দিন মিয়া স্বপন আব্দুল সালেক তালুকদার মো. মানিক হাওলাদার,হারুন অর রশিদ মুন্সি, জাহাঙ্গীর হোসেন, আফজাল হোসন আকন প্রমূখ। সভায় পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।