• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ  মুজিব বর্ষের অঙ্গীকার ভুমি সেবায় শুদ্ধাচার এই ম্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়া উপজেলা ভুমি অফিসের  উদ্দ্যেগে  মুজিব বর্ষ উপলক্ষে  ডিজিটাল ভুমি সেবা প্রদান ভুমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজী  করণ ও ভুমি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে  ভুমি সেবা মেলা  আয়োজন  করা হয়েছে।  এ উপলক্ষে আলোচনা  সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম ,  উপজেলা নির্বাহী  অফিসারমোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন প্রমুখ।
মেলায় জনসাধারণের জন্য তিনটি ষ্টল এর মাধ্যমে  ভুমি উন্নয়ন কর (খাজনা) গ্রহণ, চান্দিনা ভিটি / ভিপি ইজারা নবায়ন, ই- নামজারী আবেদন গ্রহণ, খতিয়ান চুড়ান্ত করণ, ডিসি আর প্রদান ,ভুমি সংক্রান্ত সেবা ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন  ভুমি সেবা  মানুষের আড়ে হয়রানির স্বীকার হতে হত  বর্তমান সরকার  ঘরে  বসে অনলাইনে আবেদন করে  জামেলা মুক্ত ও হয়ররানির থেকে রক্ষা পাওয়ার জন্য আজ ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। এখন নামজারী অনলাইনের মাধ্যমে আবেদন করলে ২৮দিনের মধ্য সে কাজটি সমাপ্ত করতে হয়। এটি আগে ৪৫দিন সময় লাগত এক আর সেই সময় লাগেন না।