• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকালে বাজারের বিভিন্ন দোকানে অভযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক (অ.দা পিরোজপুর জেলা কার্যালয়) মো. শাহ শোয়েব মিয়া। বাজারের বিভিন্ন দোকান ঘুরে ভ্রাম্যমান আদালত ওভারব্রিজ সংলগ্ন হাইওয়ে ক্যাফেতে ফ্রিজে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য মাছ, মাংস রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১০ হাজার টাকা , মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ হাজার টাকা, বিক্রয় চার্ট না থাকায় মাহাদি স্টোরকে ৪ হাজার টাকা এবং সজল স্টোরসহ মোট ৪টি প্রতিষ্ঠানে মোট ২৩হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এবং জদ্ধকৃত মেয়াদউত্তীর্ণ চিপস, কোলড্রিংক্সসহ অন্যান্য দ্রব্য বিনস্ট করা হয়। এসময় বাকি বিভিন্ন দোকানিকে নিয়মানুযায়ী ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
এসময় ভ্রাম্যামান আদালতকে বরিশাল এপিবিএম ১০এর উপ-পরিদর্শকমো. ইমরান হোসেনের নের্তৃত্বে ১০সদস্যের একটি টিম, ভোক্তা অধিকার অধিদপ্তরের ক্যাব সদস্য মো. লুৎফর রহমান ও ভান্ডারিয়া উপজেলা সেনিটারি ইনেসপেক্টর আব্দুল হালিম হাওলাদার সহায়তা করেন।
অভিযান চলাকালিন সময়ে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বাজারের বিভিন্ন দোকানে ২২০ টাকা দরের প্রতি কেজি পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি শুরু করলে ক্রেতাদের অসম্ভব ভিড় দেখা যায় দোকান গুলিতে।