• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতে পলিথিন ব্যবসায়ীর জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ ভান্ডারিয়ায় গতকাল শনিবার রাতে ভ্রাম্যমান আদালতে মিরাজ (২৫) নামের এক পলিথিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। পরে জব্ধকৃত নিষিদ্ধ পলিথিন স্থানীয় লঞ্চঘাট সংলগ্ন নদীর কিনারে অগ্নি সংযোগ করে তা পুড়িয়ে ফেলা হয়।
জানাগেছে, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানের নের্তৃত্বে শনিবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর বর্ডারের বটতলা নামক স্থানে নিয়মিত টহল চলা কালে রাজাপুরের কেওতা গ্রামের মিজানুর রহমান বরিশাল থেকে একটি ইজি বাইকে প্রায় লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ভান্ডারিয়া বাজারের মাহিম স্টোরে বিক্রয়ের জন্য নিয়ে আসার পথে পুলিশের সন্দেহ হলে ইজি বাইক চালককে থামাতে বলে। চালক না থামিয়ে দ্রুত স্থান ত্যাগে বিষয়টি সন্দেহ হয় পুলিশের। পরে তারা পিছু নিয়ে ভূমি অফিস সংলগ্ন বাজারের দশআনি পুকুর পাড়ে এসে আটক করলে ইজি বাইকের ভিতরে ৯টি বস্তা বর্তী পলিথিন দেখতে পেয়ে এ্যাসিল্যান্ডকে (উপজেলা সহকারী কমিশনার ভূমি) খবর দিলে তিনি ঘটনা স্থলে এসে জনসম্মুখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।