• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

পিরোজপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড-’১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পিরোজপুরের ভান্ডারিয়ায় (১এপ্রিল) বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভান্ডারিয়া বাজারসহ উপজেলার জনবহুল এলাকায় প্রচারনা মূলক মাইকিং করা হয়। এ ছাড়াও ভান্ডারিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের পাশাপাশি  পথচারীদের বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুুপুরে থানা পুলিশের সহায়তায় মাস্ক ব্যবহারের জন্য সচেতনতা মূলক মাইকিং করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। এ সময় বাজারের চার দোকানীর কাছ  থেকে ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করার নির্দেশনা অনুয়াই আমরা অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছি।