• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় মুজিববর্ষ কাবাডি প্রস্তুতি খেলা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সারা দেশের ২৪টি উপজেলায় ১০টি বালক ও ১০টি বালিকা উচ্চ বিদ্যালয় নিয়ে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি -২০২০ ( বালক ও বালিকা) আয়োজন করা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে ভান্ডারিয়া উপজেলায় কাবাডি  প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ভান্ডারিয়া উপজেলায় বিহারী পাইলট  মাধ্যমিক  বিদ্যালয় মাঠে  উপজেলা  পর্যায়  কাবাডি ফাইনাল  খেলা  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।  

এ সময়  প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়তুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ  চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, অতিরিক্ত পুলিশ  সুপার মোল্লা আজাদ হোসেন, বরগুনার জেলার অতিরিক্ত  পুলিশ সুপার  আশ্রাব হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ। উপজেলা  নির্বাহী অফিসার মোঃ নাজমুল  আলমের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালক দলে  ভান্ডারিয়া  বিহারী  পাইলট   মাধ্যমিক  বিদ্যালয় ও  পৈকখালী হাজী এস.এন জামান মাধ্যমিক বিদ্যালয় মধ্য খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক  ২৯-২৫ পয়েন্ট পেয়ে বিজয় হয়।

অপরদিকে বালিকা দলে  ভান্ডারিয়া  বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও  ভিটাবাড়ীয়া  নুর জাহান হাবিব  বালিকা  মাধ্যমিক বিদ্যালয়  মধ্যে প্রতিযোগিতায়  ১৯-১০ পয়েন্ট পেয়ে ভিটাবাড়ীয়া  নুর জাহান হাবিব  বালিকা  মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।