• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় রোগাক্রান্ত গরু জবাইকালে কসাইয়ের জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

 

 পিরোজপুরের ভান্ডারিয়ায় জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই প্রস্তুতকালে আঃ কুদ্দুস মোল্লা (৪০) নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। কসাই আঃ কুদ্দুস মোল্লা শহরের জামিরতলা মহল্লার মো. ইউনুস মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে লোকজন বের হওয়ার পূর্বেই ভান্ডারিয়া বাজারের কসাই খানায় মাংস বিক্রির উদ্দেশ্যে এ রোগাক্রান্ত (র‌্যাবিস) গরুটি স্থানীয় কসাই কুদ্দুস মোল্লা জবাইয়ের চেষ্টা চালায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমকে অবহিত করলে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি তাৎক্ষনিকভাবে থানা পুলিশের সহায়তায় গরুসহ কসাই কুদ্দুসকে আটক করে ভূমি অফিস প্রাঙ্গনে নিয়ে আসেন। এসময় উপজেলা ভেটেরিনারী সার্জন সোমা সরকার গরুটি পরীক্ষা করে জলাতঙ্ক রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের কাছে একটি অভিযোগ পত্র দাখিল করলে ভ্রাম্যমান আদালত পশু রোগ আইন ২০০৫ মোতাবেক উক্ত কসাইয়ের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে ইনজেকশন পুষ করে গরুটিকে মেরে ফেলে  ৬ ফুট মাটির নীচে পুতে রাখা হয়। গরুটি আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। কিন্তু অতি মুনাফালোভী কসাই সেটিকে মাত্র বার হাজার টাকায় ক্রয় করে এ অনৈতিক কর্মকান্ডের চেষ্টা চালায়। স্থানীয়দের অভিযোগ  গরু, ছাগলের মাংস বিক্রেতাদের একটি অংশ (কাসাই)  সিন্ডিকেট করে  রোগাক্রান্ত ও দূর্বল গরু ,ছাগল কমমূল্যে ক্রয় করে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে আসছে। প্রাণী সম্পদ কর্মকর্তার গবাদিপশুর সুস্থ্যতার সনদ নিয়ে 
স্যানিটারি কর্মকর্তার উপস্থিতিতে পশু জবাই করার নিয়ম থাকলেও এরা তা মানছেন না।