• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় ২টি দোকানে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

ভান্ডারিয়ায় প্রতিনিধি:  

ভান্ডারিয়ায় সামাজিক দূরত্বের আইন অমান্য করায় এবং মিষ্টির কারখানায় নোংরা ও অস্বাস্থ্য কর পরিবেশে  মিষ্টি তৈরির সময় দুই ব্যক্তিকে জরিমানা করেছে সেনাবাহিনী ও  উপজেলা  প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর যৌথদল।

এসময় তারা করোনা ভাইরাসের সংক্রমন রোধের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রচারণা ও চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

রোববার  দুপুরে   ভান্ডারিয়া  পৌর শহরের  বাজারে  মন্দির সড়কে   একটি  মিষ্টির  দোকানের কারখানায় অস্বাস্থ্য কর পরিবেশে  মিষ্টি তৈরি করার অপরাধে ও একটি চায়ের  দোকানে  সামাজিক দূরত্ব বজায় না রাখা ও দোকান খোলার অপরাধে তাদেরকে  জরিমানা  করে । মিষ্টির  দোকান মালিক   পঞ্চনান  ঘোষ ১০,০০০/- টাকা  ও একটি চায়ের দোকান মালিকে ৫০০/-টাকা  জরিমানা করে   সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী  মেজিস্ট্রেট  মোঃ তৌহিদুল ইসলাম। এসময় সেনা সদস্যরা তাকে সহায়তা করে।