• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভুয়া কনটেন্ট রিপোর্ট করতে নতুন ফিচার আনল ইন্সটাগ্রাম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

 

ছবি শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রাম এবার ভুয়া কনটেন্টের ব্যাপারে রিপোর্ট করতে নতুন ফিচার নিয়ে এসেছে। যেখানে ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জানিয়ে দিতে পারবে ঠিক কোন কনটেন্টটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এবং কেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। 

শুধু তাই নয়, কিছুদিন এভাবে চলার পর ইন্সটাগ্রামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকেই এ ধরনের কনটেন্ট চিহ্নিত করতে পারবে বলে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে। 

তারা আরও জানিয়েছে, মে মাসে আসা পাইলট ফিচার থেকে এই ফিচারটি অনেকটাই আলাদা। এখানে ভুয়া কনটেন্টের রিপোর্ট পেলে সেটিকে সরিয়ে দেওয়া হবে না। সেই কনটেন্টকে শুধু এক্সপ্লোর, হ্যাশট্যাগ পেজ থেকে সরিয়ে নেওয়া হবে। ফলে কনটেন্টটি আর ছড়াতে পারবে না। পাশাপাশি কনটেন্টের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়টিও গোপন রাখা হবে। ফলে কনটেন্ট পোস্টকারী এ সম্পর্কে কিছুই জানবেন না।  

ইন্সটাগ্রামের এই অভিযোগগুলো ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকার দিয়ে পরীক্ষা করে দেখা হবে বলেও জানিয়েছে এনগেজেট।