• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারণা, আটক ২

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

 

কুড়িগ্রামের রাজারহাটে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জনতা। পরে আটকদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। 

আটকরা হলেন রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে রিপন সরকার, একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান আপেল।। 

রোববার রাতে প্রতারক রিপন সরকার, আতাউর রহমান আপেল ও মেহেদি হাসান শিলু ভুয়া ডিবি পুলিশ সেজে একই উপজেলার ডাংরারহাট বাজারে প্রবেশ করে। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন না করার কারণ জানতে চেয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাদের ভয়ে লোকজন দোকান বন্ধ করে পালিয়ে যায়। 

এ সময় তারা দুটি ওয়ারলেস নিয়ে ওই বাজারের ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট জাহাঙ্গীরের দোকান প্রবেশ করে। জাহাঙ্গীরের অনুপস্থিতিতে ওই দোকানে অবস্থানরত তার ভাতিজা ফিরোজকে বলে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে দোকানের সমস্ত টাকা পয়সা নিয়ে  থানায় যেতে হবে। ফিরোজ তাদের সঙ্গে যেতে না চাওয়ায় ওই প্রতারক চক্র তাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। 

পরবর্তীতে এলকাবাসীর সন্দেহ হলে এক যুবক মোবাইল ফোনে রাজারহাট থানার ওসির কাছে বিষয়টি জানতে চান। ওসি এটি ভুয়া জানিয়ে বাজারে ডিবি পুলিশ পরিচয়দান কারীদের আটক করে রাখার কথা বলেন। পরে এলাকার কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে ডিবি পরিচয়দানকারীদের পিছু পিছু ধাওয়া করেন। 

স্থানীয় বাছড়া বাজারের কাছে পিছু নেয়া মোটরসাইকেলের আলো দেখে ডিবি পরিচয়দানকারীরা তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী রিপন ও আতাউর রহমানকে আটক করে। অপর প্রতারক মেহেদি হাসান পালিয়ে যায়।

বিষয়টি এলাকাবাসী থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাজাজ সিটি ১০০ মোটর সাইকেল উদ্ধার করেছে। ওই মোটরসাইকেলের মালিক রাজা মিয়াও প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে। 

সোমবার দুপুরে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, আটক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দান কারী দুই প্রতারকসহ জড়িতদের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।