• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়া জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দূর্যোগ প্রস্তুতি’-এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্পে করনীয় ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া দেখানো হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুমন মিয়া, সিপিপি ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন প্রমূখ।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুমন মিয়া বলেন, আগুন লাগলে ভয় না পেয়ে সতর্কতার সাথে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে পাটের ছালা বা মোটা কাপড় ভিজিয়ে সিলিন্ডারের মুখে চেপে ধরতে হবে। তিনি আরও বলেন, গ্যাসের চুলা জ¦ালানোর কিছু আগে রান্না ঘরের দরজা, জানালা খুলে দিতে হবে।