• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী (কালির হাট) কমিউনিটি ক্লিনিক এর নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৩২ লাখ টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরে দৃষ্টি নন্দন এ কমিউনিটি ক্লিনিক ভবনটির সম্প্রতি নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও প্রতিদিন স্বাস্থ্য সেবা নিতে আসছেন এলাকা হাজারো লোকজন। তবে যে কোন সময় এ কমিউনিটি ক্লিনিক ভবনটি উদ্বোধন করবেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষে প্রত্যন্ত অঞ্চলে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে মঠবাড়িয়ায় উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী কালির হাট এলাকায় কমিউনিটি ক্লিনিক এর নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এ ক্লিনিকে আওতায় এলাকার ৬ হাজার লোক চিকিৎসা সেবা নিবেন। ইতোমধ্যে এ ক্লিনিকে সাধারণ মানুষ আনন্দের সাথে সেবা নিচ্ছেন।