• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ার প্রথম ধাপে ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রথম ধাপে ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে আগামী ১১ এপ্রিল। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে গত ১৭ ফেব্রুয়রী কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। মঠবাড়িয়ার ইউনিয়ন গুলো হলো- ১নং তুষখালী, ৩নং মিরুখালী, ৭নং বেতমোর রাজপাড়া, ৮নং আমড়াগাছিয়া, ৯নং সাপলেজা ও ১০ নং হলতা গুলিসখালী।

ইসি সূত্রে জানা যায়, দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩ ইউপিতে ভোট ১১ এপ্রিল হবে। সেই লক্ষ্যে মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯ ধারায় বলা হয়েছে, পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল হবে প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে পাঁচ বছর। পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে এসব ইউপিতে নির্বাচন হয়।

মঠবাড়িয়া নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন জানান, ইতোমধ্যে মঠবাড়িয়ার এই ইউনিয়ন পরিষদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। সেই লক্ষ্যে মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপের ইউপি নির্বাচনে ইভিএমে ভোট হবে। কমিশনের লক্ষ্য একটাই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট হবে। সেজন্য সব ধরনের পদক্ষেপ থাকবে।