• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ শীর্ষক সেমিনার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

 

রাষ্ট্রীয় আইন মেনে চলি-অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার দিনব্যপী অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া কেএম লতীফ ইনষ্টিটিউশনের অডিটরিয়ামের এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ। এতে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিবন্ধিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ডা. মনিরুজ্জামান, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, প্রশিক্ষক হুমায়ূন কবির, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, দিলীপ কুমার, নাসির উদ্দিন, সাংবাদিক আবদুস সালাম আজাদী ও মিজানুর রহমান মিজু।

বক্তারা বলেন, অটিজম ও প্রতিবন্ধি শিশুদের সমাজে বোঝা না ভেবে সম্পদ মনে করে তাদের পাশে দাড়াতে হবে। তাদেরকে গড়ে তুলতে পারলে তারাও সমাজের সম্পদ হয়ে দাড়াবে।