• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় অপহরণের দায়ে আটক ১

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

মঠবাড়য়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়য়ায় অপহরণের ৫দিন পর খলিল আকন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তালাবদ্ধ একটি ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আন্ধার মানিক বাটার পোল এলাকার মাছের ঘের সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত জসিম (২৫) নামের এক যুবককে আটক করা হয়। অপহৃত ওই ব্যাক্তি পার্শবর্তী পাথর ঘাটা থানার হাড়িঘাটা গ্রামের ছত্তার আকনের ছেলে। সে গত সোমবার শহরের বাস স্টান্ড থেকে নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ জানায়, উপজেলার পাতাকাটা গ্রামের জসিম (২৫) নামের এক যুবক ওই ব্যাক্তিকে আটক রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃত খলিলের পরিবার বিষয়টি পুলিশে জানালে শুক্রবার সকালে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী জসিম পুলিশের জালে আটক হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃত খলিলকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়। 

মঠবাড়িয়া থনার পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয় অপহৃত খলিলের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে।