• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় করোনাভাইরাসে কর্মহীনদের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাস সংকটে উপজেলার ১১ইউনিয়নে কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে সরকার খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দিনব্যপী বেতমোর রাজপাড়া ও বড়মাছুয়া ইউনিয়নে দুস্থ্যদের মাঝে দূরত্ব বজায় রেখে চাল ও নগদ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন, নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ ইউপি সদস্যরা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ জানান, উপজেলার বেতমোর ইউনিয়নে ১১৩ জনকে ১০ কেজি চাউল ও ১৬ জনকে নগদ ৩শ’ টাকা ও বড়মাছুয়া ইউনিয়নে ৬৬ জনকে ১০ কেজি চাউল ও ১০ জনকে ৩শ’ টাকা নগদ অর্থ সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহযোগিতা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস জানান, করোনাভাইরাসে দুর্যোগকালীন কর্মহীন দুস্থ্যদের মাঝে সরকারী এ খাদ্য সহায়তা প্রদান অব্যহত থাকবে।