• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় কলেজ এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিন্দন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায়র মিরুখালী স্কুল এন্ড কলেজ শাখা এমপিওভুক্ত হওয়ায় কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। আজ মঙ্গলবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়। কলেজ অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান লিখিত বক্তব্য পাঠ করেন।

এতে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানটি ১৯৩৭ সালে নিন্ম মাধ্যমিক হিসেবে প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে মাধ্যমিকে উন্নিত হয়। পরে ২০১৪ সালে এ প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকে অনুমোদন পায়। এলাকার শিক্ষা বিস্তার, মানসম্মত পাঠদান ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থাসহ নানা সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড করে সুনাম অর্জন করে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এমপিওভুিক্ত লাভ করে। এ জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন পান্না, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মিরুখালী স্কুল এন্ড কলেজের গভার্নিং বর্ডির সদস্য মো. গোলাম মোস্তফা প্রমুখ।