• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া ইভটেজিং, মাদক, বাল্যবিয়ে, মোবাইলের অপব্যাবহার রোধ ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে  সাফা ডিগ্রী কলেজের উদ্যোগে  কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সভায় জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, ইভটেজিং, মাদক, বাল্যবিয়ে, মোবাইলের অপব্যাবহার রোধ ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহব্বান জানিয়ে বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, প্রভাষক জলিল শরীফ প্রমুখ।