• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

 


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।
 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কুষি সম্প্রাসন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমূখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, খরিপ-১,২০২০-২১মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে প্রণোদনা (২য় পর্যায়) কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার ১৪শ’৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।