• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় গণহত্যা দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : আজ ২৫ মার্চ গণহত্যা দিবস পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যদায় পালন করেছে। একই সাথে উপজেলা আ‘লীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করেছেন। গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলানায়তনে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আকাশ কুমার কুন্ড‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন,  মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. আলী হাসান, মঠবাড়িয়া ওসি (তদন্ত) আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আকাশ কুমার কুন্ড ১৯৭১ সনের ২৫ মার্চের কাল রাতের কথার তাৎপর্য উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের এগিয়ে যেতে হবে। ডিজিটাল বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে সহযোগিতা করতে হবে এটাই হোক আমাদের অঙ্গীকার।