• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় গৃহকর্মীকে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহকর্মী কে গণধর্ষণের মামলার প্রধান আসামী সুমন খান (২৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল কাউনিয়া আসামী সুমনের ফুফুর বাসা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে পুলিশ।গ্রেফতারকৃত সুমন উপজেলার দেবত্র গ্রামের আফজাল খানের ছেলে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় ওই ধর্ষিতা গৃহকর্মী গত ১৫ সেপ্টেম্বর ১৯ রোববার রাতে ৫ জনকে আসামী করে গণধর্ষণের মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহকর্মী তার বাড়ি থেকে গত ১৩ সেপ্টেম্বর ১৯’ শুক্রবার সন্ধ্যা রাতে পার্শ্ববর্তী দেবত্র গ্রামের জনৈক আজাদুর রহমানের বাড়ীতে যাওয়ার পথে পূর্বে থেকে ওৎপেতে থাকা আসামীরা জোর পূর্বক ধরে পার্শ্ববর্তী সাত ঘর সরকারী ক্লিনিকের ছাদে ওপর নিয়ে যায়। এরপর আসামীরা ওড়না দিয়ে মুখ বেধে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের সময় ধর্ষকরা পাহাড়া বসিয়ে একের পর এক ধর্ষণ করে। এরপর ধর্ষকরা ওই মেয়েটিকে নিয়ে ক্লিনিকের ছাদে অবস্থান করলে গভীর রাতে প্রতিবেশী আ: রহমান নামের এক ব্যক্তি মাছ ধরতে যাবার সময় টর্চ লাইটের আলোতে আসামীদের দেখতে পায়। এসময় আসামীরা ধর্ষিতাকে ফেলে পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।