• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় `বুলবুল` পরবর্তী উদ্ধার কাজে পুলিশ সদস্যরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ 
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুল অতিক্রমের সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। বুলবুল মোকাবিলায় দ্রুতই সড়কে উপড়ে পড়া গাছ সরিয়ে যাতায়াত ব্যবস্থা সচল কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে পুলিশ। 

রবিবার সকাল নয় টার দিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় মঠবাড়িয়ায় বিভিন্ন গ্রামীন সড়ক ও মহা সড়কে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে, এসময় বিধ্বস্থ হয়েছে ছয় শতাধিক কাঁচা ঘরবাড়ি। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাপক ফসলের জমি। অনেক জায়গায় পুল ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় জরুরী সেবা ও সড়কে উপড়ে পড়া গাছ সরিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে রবিবার বিকাল থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃজাঃ মো.মাসুদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় কবলিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করবে পুলিশ সদস্যরা। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে কোনো দুস্কৃতকারী যেন অপরাধ সংঘটিত করতে না পারে-সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে তিনি জানান। 

যেকোনো জরুরী প্রয়োজনে মঠবাড়িয়া থানার পুলিশ কন্ট্রোলরুম ও জরুরী সেবা ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।