• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় জনসচেনতা সৃষ্টির লক্ষে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিবর্ষে কোভিড ১৯-এ জনসচেনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ‘খাদ্য নিরাপদতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সেমিনারে শিক্ষক,ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী র্কমর্কতা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গোলাম রব্বির পরিচালনায় গণসচেনতা বৃদ্ধির লক্ষে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রাণী সম্প্রাসারণ কর্মকর্তা ডা. ইমরান হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী র্কমর্কতা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর বলেন, ভেজাল খাদ্য সরবরাহকারিদের কঠিন সতর্ক করে সবাইকে নিরাপদ খাদ্য ব্যবহারের আহ্ববান জানান।