• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের নিয়ে সচেতনতা সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিববর্ষে শপথ নেবো-জাটকা নয় ইলিশ খাবো -এ পতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্য অধিদপ্তর জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ বাস্তবায়ন উপলক্ষে জেলেদের নিয়ে সচেতনতা সভা করেছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার কচুবাড়িয়া, জলাঘাট, খেতাচিড়া, সাংগ্রাইল এলাকার জেলেদের নিয়ে এ সভা করেন। এসময় ওই এলাকায় বিভিন্ন অবৈধ জালও জব্দ করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অফিস সহায়ক মনোজ মন্ডল ও স্থানীয় জনপ্রতিনিধি।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. নজরুল ইসলাম জানান, ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। সরকার জাটকা সংরক্ষনে অবোরোধ কালনি সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাল দিয়ে আসছেন। তিনি আরও বলেন জাটকা সংরক্ষণে এ কার্যক্রম অব্যহত থাকবে।