• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ “আমরা হবো সোচ্চার-বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি  উপজেরা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।  এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ আজিম উল হক, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসলাত জাহান মামতাজ প্রমূখ।

সভায় বক্তরা মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন সম্পর্কে আলোচনা করেন।