• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় টিসিবির পণ্য ক্রয়ে উপচে পড়া ভিড়, ৩০টাকায় পিঁয়াজ বিক্রি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে আজ বৃহস্পতিবার বিকালে পৌর শহরে পেঁয়াজ ,তৈল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিলার জাহাঙ্গীর জানান, উপজেলা পর্যায় টিসিবি এই ভ্রাম্যমান ট্রাকসেল কাযক্রমে ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বলেন, পেঁয়াজ ৩০, চিনি ৫০, ডাল ৫০, ও ৫ লিটার তৈল ৫শত মোট প্যাকেজ ৬শ ত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে।

এক সৌদি প্রবাসী জানান, বাজারের চেয়ে দাম কম হওয়ায় সাধারন মানুষ টিসিবির মালা মাল ক্রয় করছে। তিনি আরও জানান, চাহিদার চেয়ে কম সরবারাহ করা হচ্ছে। বাজারের চেয়ে প্রতিটি পণ্যের মূল্য ১৫-২০ টাকা কম পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। 

ক্রেতারা বলেন, টিসিবি’র পণ্যের মান অনেক ভালো। টিসিবির ডিলার মো. জাহাঙ্গীর হোসাইন জানান, প্রয়োজনের তুলনায় কম মালামাল সরবারাহ করা হচ্ছে আরও বেশী মালামাল বরদ্ধের জন্য কর্তৃপক্ষ কাছে জোর অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখতে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। তিনি আরও জানান, টিসিবি পণ্যর চাহিদা থাকলে প্রয়োজনে আরও বেশী বরাদ্ধের সুপারিশ করা হবে।