• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় দুই জুয়ারির অর্থদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই জুয়ারিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস  ওই দুই জুয়ারিকে জুয়া ও অবৈধ অর্থ লেনদেনের দায়ে ৬হাজার টাকা অর্থদ- প্রদান করেন। 

দণ্ডিত জুয়ারিরা হলেন, সাপলেজার ভাইজোরা গ্রামের আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে জাফর হাওলাদার ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে জাহিদুল।

পুলিশ জানায়, সোমবার বিকালে গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল উপজেলার সাপলেজা ইউনয়নের একটি পরিত্যাক্ত বাগানে অভিযান চালায়। এসময় জুয়াখেলারত অবস্থায় ওই দুই জুয়ারিকে হাতেনাতে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করা হয়। বাকি জুয়ারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

মঠবাড়িয়া থানার এসআই জাফর জানান, জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ধৃত জুয়ারিদেরকে হাতে-নাতে আটক করা হয়। পরে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।