• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় দুর্গা পূজা উপলক্ষ্যে ৯২টি পুজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ৯২টি পুজা মন্ডপে সরকারী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে পাওয়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় প্রতিবছরের ন্যায় এবছরও উপজেলার ৯২টি পুজা মন্ডপে পূজা কমিটির সভাপতির কাছে অনুদান হিসেবে প্রতি পূজা মন্ডপে ১৯ হাজার ২শ ৫০টাকা করে (জি-আর) নগদ অর্থ বিতরণ করেন।

এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক পংকজ শাওজাল ও শিক্ষক নেতা সুমন্ত্র হালদার। এ ছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় হরি মন্দির সহ ৯২টি পূজা কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন,করোনা কালীন সময় হিন্দু সম্প্রদায়ের সবাইকে স্বাস্থবিধি মেনে শারদীয় দুর্গা উৎসব পালনের আহবান জানান।