• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় পাঁচ হাজার মিটার অবৈধ জাল ও নৌকা জব্দ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের পাাঁচ হাজার মিটার অবৈধ বাঁধা ও চরগড়া জালসহ একটি জেলেদের নৌকা আটক করেছে মৎস্য বিভাগ।
ইলিশ প্রজনন মৌসুমে উপকূলীয় নদ নদীতে অবরোধ চলমান থাকা অবস্থায় রবিবার দিনভর অভিযান চালিয়ে আমুয়া-মিরুখালী খাল থেকে এসব জাল ও একটি নৌকা আটক করা হয়।
মঠবাড়িয়া উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনর নেতেৃত্বে  দিনভর মঠবাড়িয়ার-মিরুখালী ও আমুয়া মোহনা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় খাল থেকে  অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় দেড় লাখ টাকা মূল্যের পাঁচ হাজার মিটার বাঁধা ও চরগড়া জালসহ মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। পরে আটককৃত জাল  আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।