• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রতারণার অভিযোগ প্রাইভেট কারসহ আটক -৩

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত: তরিকুল ইসলামের ছেলে লিটন আহম্মেদ ওরফে রফিকুল ইসলাম সোহাগ (৩৪), মেহেরপুর জেলার রায়পুর পৌরসভার ২নংওয়ার্ডের আসকার গাইনের ছেলে হাসিবুল গাইন (২২) ও প্রাইভেট কার চালক চুয়াডাংগা জেলার আলমডাংগা উপজেলার সিরামপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান ওরফে সবুজ (৩৭)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় শৌলা গ্রাম থেকে তাদেকে আটক করা হয়।

থানা পলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব, পরিচালক (প্রসাশন ও উন্নয়ন) ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড সোয়াইব আহম্মেদ খান এর স্বক্ষরিত একটি চিঠি নিয়ে উপজেলার বড়শৌলা গ্রামে আশ্রাফ আলী খানের ছেলে আফজাল খানের বসত বাড়িতে যায়। ওই মন্ত্রনালয়ের স্টীকার লাগানো প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৮-১৩১২) যোগে বাড়িতে গিয়ে আফজাল  খানকে বলেন  সৌদি আরবে কর্মরত তার দুই ছেলে আসালাম ও সোহেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । উক্ত অভিযোগের ভিতিত্তে সম্পতির হিসাব ও ব্যাংক একাউন্টের তথ্য ও কারন দর্শানোর জন্য আফজালকে ঢাকা মন্ত্রনালয়ে নেয়ার কথা বলে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরনের চেষ্টা করে। এ সময় আফজাল তার স্বজন ও স্থানীয় লোকজনের সহযোগীতায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ একটি প্রাইভেট কারসহ তিন প্রতারককে আটক করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো. মাসুদুজ্জামান এ ঘটনায় তিজনকে আটকের সত্যতা নিশ্চিত করে কলেন, এ ব্যপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।