• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল  ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সিফাত, সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, পৌরসভার সচিব হারুন-অর-রশিদ, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত ও উপ-সহকারী প্রকৌশলী নিহির মল্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া উভয় প্রবণতা কমাতে পানি ও সাবান দিয়ে হাত ধোয়া একটি ব্যায় সাশ্রয়ী উদ্যোগ। খাবার গ্রহণের আগে বা পরে, টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে দুই হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়ার হার প্রায় ৪০ শতাংশের বেশি এবং তীব্র শ^াসযন্ত্রের সংক্রমণ প্রায় ২৩ শতাংশ কমানো সম্ভব। ২০০৮ সাল থেকে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।