• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় বেঁদে বহরে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ মে ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুৃরের মঠবাড়িয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডে করোনা ভাইরাসে সংক্রমনের ভয়ে কর্মহীন ভাসমান ৮টি বেদে পরিবারসহ বেরী বাধের বস্তিতে ১২টি বসবাসকারী পরিবারের শিশুদের প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়। সোমবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক প্রধানমন্ত্রীর পক্ষে ২০ অসহায় দুস্থ পরিবারের মাঝে এ শিশু খাদ্য বিতরণ করেন। এ শিশু খাদ্যের মধ্যে ছিল দুধ,চিনি,বিস্কুট সূজি,ডাল,আলু।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক বলেন, করোনায় কর্মহীন পরিবারের শিশুসহ পরিবারের খাদ্যাভাব দেখা দেয়। পরিবারগুলোর অসহায় অবস্থার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাংবাদিক মিজানুর রহমান, শাহাদাৎ হোসেন, ইসরাত জাহান ও শাকিল আহম্মেদ প্রমূখ।